অনুগল্প - সুখ
জুমার পর মসজিদ থেকে বেরিয়ে সবাই একটু ছড়িয়ে ছিটিয়ে গল্প গুজব করে। দুই ভদ্রলোক কথা বলছেন। অদুরে দাঁড়ানো এক পঙ্গু ফকির কিছু পাবার আশায় জিজ্ঞেস করল এক ভদ্রলোককে -
- স্যার, ভালো আছেন?
ভদ্রলোক উত্তর না দিয়ে পাশের জনকে বিড়বিড় করে বলতে লাগলেন -
- আর ভালো থাকা। ফ্যাক্টরিতে শ্রমিক সমস্যা, লাভের টার্গেট মাত্র ৮০% পূরণ হইছে, বাচ্চাটাকে আগামী বছর আমেরিকান স্কুলে ভর্তি করতে হবে, বউ একটা অস্ট্রেলিয়া বেড়াতে যেতে তাল করতেছে, গাড়ির ড্রাইভার ঈদের ছুটি কাটিয়ে এখনো ফিরে নাই, ২টা গাড়ি অলস বসে আছে, লোড শেডিং এর জন্য এই গরমে এসিও চালাতে পারতেছি না, শুধু ফ্যান কি যথেষ্ট ....... কেমনে ভালো থাকি বলেন। জীবন অসহ্য হয়ে গেল।
হঠাৎ উনার খেয়াল হল, ফকিরটার প্রশ্নের উত্তর দেয়া হয় নাই। ২ টাকা দিয়ে বললেন, তুমি ভালো আছ? পঙ্গু ফকির মুখ ভরা হাসি দিয়ে বলল ,
- স্যার, আলহামদুলিল্লাহ। খুব ভালো আছি !
বড়ই বিচিত্র এই ভালো থাকা !
[ Atique Khan ]
- স্যার, ভালো আছেন?
ভদ্রলোক উত্তর না দিয়ে পাশের জনকে বিড়বিড় করে বলতে লাগলেন -
- আর ভালো থাকা। ফ্যাক্টরিতে শ্রমিক সমস্যা, লাভের টার্গেট মাত্র ৮০% পূরণ হইছে, বাচ্চাটাকে আগামী বছর আমেরিকান স্কুলে ভর্তি করতে হবে, বউ একটা অস্ট্রেলিয়া বেড়াতে যেতে তাল করতেছে, গাড়ির ড্রাইভার ঈদের ছুটি কাটিয়ে এখনো ফিরে নাই, ২টা গাড়ি অলস বসে আছে, লোড শেডিং এর জন্য এই গরমে এসিও চালাতে পারতেছি না, শুধু ফ্যান কি যথেষ্ট ....... কেমনে ভালো থাকি বলেন। জীবন অসহ্য হয়ে গেল।
হঠাৎ উনার খেয়াল হল, ফকিরটার প্রশ্নের উত্তর দেয়া হয় নাই। ২ টাকা দিয়ে বললেন, তুমি ভালো আছ? পঙ্গু ফকির মুখ ভরা হাসি দিয়ে বলল ,
- স্যার, আলহামদুলিল্লাহ। খুব ভালো আছি !
বড়ই বিচিত্র এই ভালো থাকা !
[ Atique Khan ]
Comments
Post a Comment