ঢাকার রাজপথে নতুন সংযোজন!
@Rakibul.hasan94 |
রাস্তা দিয়ে হাটছেন, চমৎকার রৌদ্র উজ্বল দিন।
আকাশ পরিস্কার, কোন মেঘ নেই, বৃষ্টিরও সম্ভবনা নেই।
হঠাৎ দেখলেন আপনিও নেই!
নেই হয়ে গেছেন, অদৃশ্য হয়ে গেছেন সবার সামনে থেকে।
কি ভাবছেন গুম হয়েছেন বা হচ্ছেন?
না সেরকম কিছুই না।
গর্তে পরেছেন, মহাসড়কের মহাগর্তে!
মহাসড়কে নতুন উপদ্রপ হঠাৎ গর্ত।
আজ দুপুরে এমনি একটি গর্তের সৃষ্টি হয়েছে মিরপুর মাজার রোড থেকে টেকনিকাল আসার রাস্তায়।
গর্তের সাইজ ১০-১৫ ফুট।
অনায়াসে একটি প্রাইভেটকার হারিয়ে যেতে পারে এখানে।
Comments
Post a Comment