ঢাকার রাজপথে নতুন সংযোজন!

@Rakibul.hasan94

রাস্তা দিয়ে হাটছেন, চমৎকার রৌদ্র উজ্বল দিন।
আকাশ পরিস্কার, কোন মেঘ নেই, বৃষ্টিরও সম্ভবনা নেই।
হঠাৎ দেখলেন আপনিও নেই!
নেই হয়ে গেছেন, অদৃশ্য হয়ে গেছেন সবার সামনে থেকে।
কি ভাবছেন গুম হয়েছেন বা হচ্ছেন?
না সেরকম কিছুই না।
গর্তে পরেছেন, মহাসড়কের মহাগর্তে!



মহাসড়কে নতুন উপদ্রপ হঠাৎ গর্ত।
আজ দুপুরে এমনি একটি গর্তের সৃষ্টি হয়েছে মিরপুর মাজার রোড থেকে টেকনিকাল আসার রাস্তায়।
গর্তের সাইজ ১০-১৫ ফুট।
অনায়াসে একটি প্রাইভেটকার হারিয়ে যেতে পারে এখানে।

Comments

Popular posts from this blog

থটস আর অনলি থটস নট ফ্যাক্টস

বাতাসে আবারও রেকর্ড সংখ্যক কার্বন-ডাই-অক্সাইড, কোন পথে এগোচ্ছে পৃথিবী?

ফেইসবুক, ভুয়া খবর, এবং রাজনৈতিক সামাজিক বিপর্যয়