আর একটি প্রেমের তাজমহল! 🌉



                ''তাজমহল বানাতে কী কী চাই? চাই ভালোবাসা, একজন মমতাজ, অনেক অর্থ-প্রাচুর্য আর একজন শাহজাহানের মতো হূদয়বান মানুষের। ভারতের ৭৭ বছর বয়সী ফয়জুল হাসান কাদারির একজন মমতাজ ছিলেন, নাম তাঁর তাজাম্মুলি বেগম। স্ত্রীর জন্য ভালোবাসার কমতি নেই ফয়জুলের। কমতি ছিল অর্থ-প্রাচুর্যের। তবে সেই সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়েছেন এই বৃদ্ধ। ২০১১ সালে স্ত্রী গত হওয়ার সময় বলে গেছেন, ‘আমাদের তো কোনো সন্তান নেই। তাই মৃত্যুর পর আমাদের নাম কেউই মনে রাখবে না।’ ফয়জুল তা হতে দিতে চাননি। স্ত্রীর জন্য যে তাঁর ভালোবাসা, সেই ভালোবাসার জোরে ভিত গড়েছেন আরেক তাজমহলের। উত্তর প্রদেশের নিজের বাগানে গড়েছেন শাহজাহানের তাজমহলের মতোই দেখতে আরেক স্থাপত্য। ফয়জুল ৫০ ফুট বাই ৫০ ফুট আকারের এই স্থাপনার ভিত গড়েন ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে। প্রেমিক মানুষটি বলেন, ‘স্ত্রীর মৃত্যুর সময় কথা দিয়েছিলাম, তোমার নামে এমন এক সমাধি গড়ব, যা দেখে গোটা পৃথিবী আমাদের মনে রাখবে। ভিত্তিপ্রস্তর স্থাপনার পর দিনে আট ঘণ্টা করে পরিশ্রম করেছি। এ পর্যন্ত লেগেছে ১০ হাজার ৫০০ পাউন্ড।’ তবে গত বছরের সেপ্টেম্বর থেকে ফয়জুরের তাজমহলের কাজ আর এগোচ্ছে না। অর্থের অভাবই প্রধান কারণ। পৈতৃক সম্পত্তির পুরোটাই বিকিয়ে দিয়েছেন। পেনশনের টাকাও শেষ। তার পরও ফয়জুল স্বপ্ন দেখেন স্ত্রীর জন্য গড়া তাজমহল মাথা তুলে দাঁড়াবে একদিন। মৃত্যুর আগ পর্যন্ত সেই চেষ্টাই চালাবেন একালের শাহজাহান ......

পূর্ণ হোক তোমার স্বপ্ন, সত্য হোক তোমার চাওয়া
আর বেচে থাকুক তোমার ভালবাসা....
তুমি ও বাদশাহ
হয়ত নেই তোমার অঢেল অর্থ
তাজমহল বানাবার

Comments

Popular posts from this blog

থটস আর অনলি থটস নট ফ্যাক্টস

বাতাসে আবারও রেকর্ড সংখ্যক কার্বন-ডাই-অক্সাইড, কোন পথে এগোচ্ছে পৃথিবী?

ফেইসবুক, ভুয়া খবর, এবং রাজনৈতিক সামাজিক বিপর্যয়