Posts

Showing posts from 2014

আর একটি প্রেমের তাজমহল! 🌉

                ''তাজমহল বানাতে কী কী চাই? চাই ভালোবাসা, একজন মমতাজ, অনেক অর্থ-প্রাচুর্য আর একজন শাহজাহানের মতো হূদয়বান মানুষের। ভারতের ৭৭ বছর বয়সী ফয়জুল হাসান কাদারির একজন মমতাজ ছিলেন, নাম তাঁর তাজাম্মুলি বেগম। স্ত্রীর জন্য ভালোবাসার কমতি নেই ফয়জুলের। কমতি ছিল অর্থ-প্রাচুর্যের। তবে সেই সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়েছেন এই বৃদ্ধ। ২০১১ সালে স্ত্রী গত হওয়ার সময় বলে গেছেন, ‘আমাদের তো কোনো সন্তান নেই। তাই মৃত্যুর পর আমাদের নাম কেউই মনে রাখবে না।’ ফয়জুল তা হতে দিতে চাননি। স্ত্রীর জন্য যে তাঁর ভালোবাসা, সেই ভালোবাসার জোরে ভিত গড়েছেন আরেক তাজমহলের। উত্তর প্রদেশের নিজের বাগানে গড়েছেন শাহজাহানের তাজমহলের মতোই দেখতে আরেক স্থাপত্য। ফয়জুল ৫০ ফুট বাই ৫০ ফুট আকারের এই স্থাপনার ভিত গড়েন ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে। প্রেমিক মানুষটি বলেন, ‘স্ত্রীর মৃত্যুর সময় কথা দিয়েছিলাম, তোমার নামে এমন এক সমাধি গড়ব, যা দেখে গোটা পৃথিবী আমাদের মনে রাখবে। ভিত্তিপ্রস্তর স্থাপনার পর দিনে আট ঘণ্টা করে পরিশ্রম করেছি। এ পর্যন্ত লেগেছে ১০ হাজার ৫০০ পাউন্ড।’ তবে গত বছরের সেপ্টেম্বর থেকে ফয়জুরের তাজ

ঢাকার রাজপথে নতুন সংযোজন!

Image
@Rakibul.hasan94 রাস্তা দিয়ে হাটছেন, চমৎকার রৌদ্র উজ্বল দিন। আকাশ পরিস্কার, কোন মেঘ নেই, বৃষ্টিরও সম্ভবনা নেই। হঠাৎ দেখলেন আপনিও নেই! নেই হয়ে গেছেন, অদৃশ্য হয়ে গেছেন সবার সামনে থেকে। কি ভাবছেন গুম হয়েছেন বা হচ্ছেন? না সেরকম কিছুই না। গর্তে পরেছেন, মহাসড়কের মহাগর্তে! মহাসড়কে নতুন উপদ্রপ হঠাৎ গর্ত। আজ দুপুরে এমনি একটি গর্তের সৃষ্টি হয়েছে মিরপুর মাজার রোড থেকে টেকনিকাল আসার রাস্তায়। গর্তের সাইজ ১০-১৫ ফুট। অনায়াসে একটি প্রাইভেটকার হারিয়ে যেতে পারে এখানে।